28703

09/13/2025 এশিয়া কাপে আজ রাতে টাইগারদের মুখোমুখি শ্রীলঙ্কা

এশিয়া কাপে আজ রাতে টাইগারদের মুখোমুখি শ্রীলঙ্কা

রাজ টাইমস ডেস্ক

১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২০

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে সহজ জয় দিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। তবে আসল পরীক্ষা আজ রাতেই। প্রতিপক্ষ শ্রীলঙ্কা-এশিয়ার অন্যতম শক্তিশালী দল।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে লিটন কুমার দাসদের এই গুরুত্বপূর্ণ ম্যাচ।

বাংলাদেশের সবচেয়ে বড় জোর হলো শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সাম্প্রতিক সাফল্য। লঙ্কানদের ঘরে গিয়ে বাংলাদেশ শেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল ২-১ ব্যবধানে। সেই অভিজ্ঞতা এবার এশিয়া কাপে টাইগারদের আত্মবিশ্বাসী করে তুলতে পারে। অন্যদিকে শ্রীলঙ্কা সদ্য শেষ হওয়া হোম সিরিজে ভারতের বিপক্ষে হেরেছে, তবে তাদের স্পিন আক্রমণ বরাবরই ভয়ংকর।

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই হয়েছে মোট ২০ বার। এর মধ্যে শ্রীলঙ্কা জয় পেয়েছে ১২ বার, বাংলাদেশ জিতেছে আট বার। তবে শেষ পাঁচ ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছে তিনটিতে, যা স্পষ্ট ইঙ্গিত দেয় প্রতিদ্বন্দ্বিতা এখন অনেকটাই সমান হয়ে আসছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]