28712

09/14/2025 হতাশার কিছু নেই, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

হতাশার কিছু নেই, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক :

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪

এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে পরাজিত হয়েছে। মাত্র ১৩৯ রানের টার্গেট দেয়ার পর লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল ৬ উইকেটে হেরেছে।

ম্যাচটি আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সরাসরি দেখে মাঠ ছাড়ার সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলের পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি বলেন, ‘হতাশার কিছু নেই। আমাদের আরো একটি ম্যাচ বাকি আছে। দলের ধারাবাহিকতার সমস্যা রয়েছে, আশা করছি পরের ম্যাচে ভালো খেলবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে ক্রীড়া উপদেষ্টা খেলোয়াড়দের ‘বেস্ট অব লাক’ জানিয়েছিলেন। তিনি বলেন, ‘খেলার আগে বেশি কথা বলার সুযোগ নেই। আমি শুধু দলকে বেস্ট অব লাক’জানিয়েছি এবং তাদের কথা শুনেছি।’

ম্যাচ ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘পাওয়ার প্লেতে আমরা ৬ ওভারে ৩ উইকেটে মাত্র ৩০ রান করেছি। যদি আমরা এই সময় ভালো শুরু করতে পারতাম, পুরো ম্যাচটিকেই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তোলা যেত।’

এই হারের কারণে বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার পথ কঠিন হয়ে পড়েছে। আগামী ম্যাচে আফগানিস্তানের সঙ্গে খেলতে হবে। ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘সবকিছু দলের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে। পরের ম্যাচ দেখে বোঝা যাবে আমাদের অবস্থা।’

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ১৬ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]