28717

09/14/2025 নাটোরে পৃথক দুটি অভিযানে ৪ মণ গাঁজা জব্দ

নাটোরে পৃথক দুটি অভিযানে ৪ মণ গাঁজা জব্দ

রাজ টাইমস ডেস্ক :

১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩৭

নাটোরে পৃথক দু’টি অভিযান চালিয়ে চার মণ ১৪ কেজি গাজাসহ চারজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে শহরের বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস এলাকায় পৃথক দুটি চেকপোস্ট বসিয়ে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার ৬ নম্বর ওয়ার্ডের শেখটোলা (কাশিবাটিপাড়া) মহল্লার মজুর ছেলে মো: লালন (২৫) এবং একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো: সাবেরুল ইসলাম শহিদ (৩৫), একই জেলার নাচোল উপজেলার ভগরইল (মধ্যপাড়া) গ্রামের দুলাল উদ্দীনের ছেলে ওয়াদুদ (২৫) এবং একই এলাকার মরহুম বাহার আলীর ছেলে মো: ফসের আলী সোহেল (২৯)।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) শহরের বনবেলঘরিয়া পশ্চিম বাইপাসে ভোর সাড়ে ৫টার সময় চেকপোস্ট বসিয়ে ঢাকা-নারায়গঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি ট্রাকে তল্লাশি চালিয়ে চার মণ গাঁজাসহ লালন ও সাবেরুল নাম দুইজনকে আটক করে।

অপরদিকে একই এলাকায় সকাল সাড়ে ৬টার সময় চেকপোস্ট বসিয়ে নোয়াখালী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলসের বাসে তল্লাশি চালিয়ে ১৪ কেজি গাঁজাসহ দুলাল ও ফসের আলী সোহেলকে আটক করা হয়।

তারিকুল ইসলাম জানান, এই বিষয়ে নাটোর সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]