09/15/2025 এশিয়া কাপে আজ রাতে মাঠে নামছে ভারত-পাকিস্তান
রাজ টাইমস ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৫
দুই দেশের তারকা-মহাতারকারা শুরু করে দেন কথার যুদ্ধ। সীমান্তের এপ্রান্ত থেকে ইট উড়ে গেলে ওপ্রান্ত থেকে ধেয়ে আসে পাটকেল। অতীতের ইতিহাস টেনে চলতে থাকে বাগযুদ্ধ। গরম হয়ে ওঠে টকশোর মঞ্চ।
এসব দেখে আর কারো বুঝতে দেরি থাকে না যে, ভারত-পাকিস্তান মহারণের ঢেউ আছড়ে পড়ছে ক্রিকেট আঙিনায়।
এশিয়া কাপেও এসবের ব্যতিক্রম হলো না। দুই দেশের বাকযুদ্ধের মাঝেই ঘণ্টা বেজে উঠল মাঠের লড়াইয়ের। এশিয়ার বিশ্বকাপ খ্যাত এই আসরে আজ মুখোমুখি হতে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামছে সালমান আলী আগা ও সূর্যকুমার যাদবের দল।
ভারত-পাকিস্তান দ্বৈরথ ক্রিকেটে নতুন নয়। শুধু ক্রিকেট নয়, দুই দেশের ভৌগোলিক অবস্থান ও অতীত ইতিহাসের কারণে রাজনৈতিক দ্বন্দ্বও প্রকট। এসব ছড়িয়ে গেছে বাইশ গজের লড়াইয়েও। শেবাগ-শোয়েব, হরভজন-কামরানদের সেই ধারা হাল আমলের হার্দিক-রউফরাও জারি রেখেছেন।