2873

05/04/2025 ২৫ জানুয়ারির মধ্যেই আসছে সিরামের ভ্যাকসিন

২৫ জানুয়ারির মধ্যেই আসছে সিরামের ভ্যাকসিন

রাজটাইমস ডেস্ক

১১ জানুয়ারী ২০২১ ২৩:১৪

ভারতের সিরাম ইনিস্টিউটের ভ্যাকসিন চলতি মাসের ২১ থেকে ২৫ তারিখের মধ্যেই দেশে আসবে। প্রথম ধাপে দেশে আসবে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন।

রবিবার (১১ জানুয়ারি) সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। যেখানে বলা হয়, প্রথম ধাপে আনা ৫০ লাখ ডোজের পুরোটাই প্রয়োগ করা হবে।

ইতিপূর্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছিলেন, অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকার ৩ কোটি ডোজ করোনা ভ্যাকসিন দেশে আনা হবে। একজন মানুষের দুই ডোজ করে ভ্যাকসিনের প্রয়োজন হবে। একটি ডোজের ২৮ দিন পর আরেকটি ডোজ দিতে হবে। সরকার এই টিকা কিনবে।

এই ভ্যাকসিনটি স্লাপাইয়ারের কাছ থেকে আনার খরচসহ প্রতি ডোজের দাম পড়বে ৫ ডলার। নিয়মানুযায়ী অক্সফোর্ড-অ্যাস্ট্রেজেনেকা, আমেরিকা, ইংল্যান্ডসহ সাতটি দেশ অনুমোদন দিলে সেটি যেকোনো দেশ ব্যবহার করতে পারবে। ইতিমধ্যে ইংল্যান্ড এই টিকার অনুমোদন দিয়েছে।

তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরো কয়েকটি করোনার ভ্যাকসিন উৎপানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রেখেছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন। যাতে দ্রুত চাহিদা মেটানো যায়।

 

  • এসএইচ

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]