28733

09/16/2025 ম্যাচ রেফারি নিয়ে আইসিসিতে পিসিবির অনুরোধ প্রত্যাখ্যান

ম্যাচ রেফারি নিয়ে আইসিসিতে পিসিবির অনুরোধ প্রত্যাখ্যান

রাজ টাইমস ডেস্ক

১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৫৩

এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হওয়া বিতর্ক আরও জটিল রূপ নিচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দাবি করেছিল, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় পাকিস্তান অধিনায়ককে ভারতের অধিনায়কের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেছিলেন।

এ ঘটনায় তাকে এশিয়া কাপ থেকে সরিয়ে দেওয়ার জন্য আইসিসির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানায় পিসিবি। তবে সেই অনুরোধ নাকচ করে দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ‘ক্রিকবাজ’-এর প্রতিবেদন অনুযায়ী, আইসিসির আইন ও অপারেশন্স বিভাগ থেকে পিসিবিকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ওই ম্যাচে হাত না মেলানোর সিদ্ধান্ত ম্যাচ রেফারি পাইক্রফটের নয়, বরং এসিসি (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী এমনটা করা হয়েছিল।

চিঠিতে আইসিসি স্পষ্ট জানিয়ে দেয়, পাইক্রফট ভারতীয় দলের পক্ষ নিয়ে কোনো ধরনের পক্ষপাতদুষ্ট আচরণ করেননি। টসের সময় দুই অধিনায়ক হাত মেলাননি এবং ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানের সঙ্গে সৌজন্য বিনিময় না করেই ড্রেসিংরুমে ফিরে যান—এসব ঘটনায় রেফারির দায় নেই বলেই জানানো হয়।

তবে পিসিবি এখনও দাবি করছে, তারা আইসিসির পক্ষ থেকে এমন কোনো চিঠি পায়নি। ‘ক্রিকবাজ’ এই বিষয়ে পিসিবির সঙ্গে যোগাযোগ করলে, বোর্ডের পক্ষ থেকে আইসিসির চিঠির তথ্য অস্বীকার করা হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]