28747

09/17/2025 নওগাঁয় ৮০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

নওগাঁয় ৮০ লাখ টাকার কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

রাজ টাইমস ডেস্ক

১৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০২

নওগাঁর ধামইরহাট উপজেলা থেকে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তিসহ প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

উদ্ধারকৃত মূর্তিটির আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লক্ষ টাকা। সোমবার দুপুরে ধামইরহাট থানাধীন বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ জানায়, গ্রেফতারকৃতরা হলেন ধামইরহাটের জয়জয়পুর গ্রামের মামদুল ইসলাম (৪৫) এবং দুর্গাপুর গ্রামের তরিকুল ইসলাম (৩৫)। তারা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য, যারা দেশের বিভিন্ন এলাকা থেকে প্রাচীন পুরাকীর্তি সংগ্রহ করে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করত।

বেশ কিছুদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫, সিপিসি-৩ এই চক্রের গতিবিধি পর্যবেক্ষণ করছিল।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ সেপ্টেম্বর বিকেলে র‍্যাবের একটি চৌকস দল বেনিদুয়ার এলাকায় অভিযান চালায়। এ সময় মামদুল ও তরিকুলকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা একটি কালো কষ্টিপাথরের হিন্দু দেবী পার্বতী মূর্তি উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত মূর্তিটির উচ্চতা ২৪.৫ ইঞ্চি, পাদদেশের প্রস্থ ১৩ ইঞ্চি এবং ওজন ২৫.১ কেজি।

জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা পাচারের উদ্দেশ্যে মূর্তিটি নিজেদের কাছে রেখেছিল। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর অধীনে ধামইরহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং উদ্ধারকৃত মূর্তিটি থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]