28825

09/28/2025 লাদাখে এবার কারফিউ জারি করল মোদি সরকার

লাদাখে এবার কারফিউ জারি করল মোদি সরকার

রাজ টাইমস ডেস্ক

২৫ সেপ্টেম্বর ২০২৫ ২২:০৫

ভারতের হিমালয়াঞ্চলীয় অঞ্চল লাদাখে পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদার দাবির আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত হওয়ার পর কারফিউ জারি করা হয়েছে। বুধবারের অগ্নিগর্ভ বিক্ষোভে আরও বহু মানুষ আহত হয় এবং ভারতের শাসক ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একটি স্থানীয় অফিস আগুনে জ্বালানো হয়।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বিবিসি।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনের নেতৃত্ব দেওয়া কার্যকরী ব্যক্তি সোনাম ওয়াংচুক সহিংসতা উসকানির অভিযোগে দায়ী, যা তিনি অস্বীকার করেছেন।

লাদাখ, যেখানে মুসলিম ও বৌদ্ধ জনসংখ্যা রয়েছে, ২০১৯ সালে জম্মু-কাশ্মীর থেকে আলাদা করে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। তবে বৌদ্ধদের ঘনবসতি লেহ অঞ্চলে ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ কারগিল জেলায় দীর্ঘদিন ধরে বিশেষ অধিকার ও স্বায়ত্তশাসনের দাবির আন্দোলন চলে আসছে। ২০১৯ সালের পরে উভয় সম্প্রদায় একত্র হয়ে লাদাখের পূর্ণ রাজ্য পুনঃপ্রতিষ্ঠা ও স্বায়ত্তশাসনের দাবি করছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]