28906

10/12/2025 বগুড়ায় মদ্যপানে ৪ জনের মৃত্যু

বগুড়ায় মদ্যপানে ৪ জনের মৃত্যু

রাজ টাইমস ডেস্ক

১০ অক্টোবর ২০২৫ ২২:৫০

বগুড়ায় দুর্গাপূজার দশমীর রাতে অতিরিক্ত মদ্যপানে ৪ জনের মৃত্যু হয়েছে।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে আব্দুল মানিক (২৫) ও বিকেলে আব্দুল্লাহেল কাফি ( ৩০) নামের একজন দুজন মারা যান ।

এর আগে গত মঙ্গলবার মিজানুর রহমান মণ্ডল (৫০) ও বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭) নামের আরও দুজন মারা যান।

মৃত ৪ জনই বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। একই ঘটনায় রঞ্জু মিয়া (২৮) আরও এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, গত ২ অক্টোবর দুর্গাপূজার দশমীর দিন সন্ধ্যার দিকে শাজাহানপুর উপজেলার বেজোড়া মধ্যপাড়া সনাতন ধর্মশালা পূজামণ্ডপের পাশে বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে মদপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতেই চিকিৎসা নেন।

পরে অবস্থার অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের শজিমেক হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত মঙ্গলবার রাতে মিজানুর রহমান মন্ডল, বৃহস্পতিবার রাতে নাছিদুল ইসলাম এবং শুক্রবার দুপুরে আব্দুল মানিক ও বিকেলে কাফি মারা যান।

ওসি আরও জানান, মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]