10/13/2025 মক্কায় ১২৫ কিমি এলাকাজুড়ে নতুন স্বর্ণের খনির সন্ধান
রাজটাইমস ডেস্ক
১২ অক্টোবর ২০২৫ ২৩:০৪
পবিত্র মক্কা নগরীতে ১২৫ কিলোমিটার এলাকাজুড়ে এক বিশাল স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে। এটিকে দেশটির ইতিহাসের অন্যতম বৃহৎ খনি হিসেবে দেখা হচ্ছে। শুক্রবার (১২ অক্টোবর) পাকিস্তানভিত্তিক গণমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মক্কার মানসুরা–মাসারাহ সোনার খনির দক্ষিণে পাওয়া গেছে এই বৃহৎ স্বর্ণের খনি। এতে সৌদি অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় খনিজ কোম্পানি ‘মাআদেন’ জানিয়েছে, সাম্প্রতিক অনুসন্ধানে প্রায় ১০০ কিলোমিটারজুড়ে উচ্চমাত্রার স্বর্ণের উপস্থিতি শনাক্ত করা গেছে। পরীক্ষাগারে নেয়া নমুনায় দেখা গেছে, প্রতি টন মাটিতে সর্বোচ্চ ২০ দশমিক ৬ গ্রাম পর্যন্ত সোনা পাওয়া গেছে, যা আন্তর্জাতিক মানে ‘অত্যন্ত সমৃদ্ধ’ ধরা হয়।
মাআদেনের প্রধান নির্বাহী রবার্ট উইলে বলেন, ‘এই নতুন আবিষ্কার মক্কাকে বৈশ্বিক সোনার মানচিত্রে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। এটি শুধু অর্থনৈতিক নয়, প্রযুক্তিগত ক্ষেত্রেও এক ঐতিহাসিক পদক্ষেপ।’
উল্লেখ্য, বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রে (৮,১৩৩.৫ টন)। এর পরেই রয়েছে জার্মানি (৩,৩৫১ টন), ইতালি (২,৪৫১.৮ টন), ফ্রান্স (২,৪৩৭ টন) ও রাশিয়া (২,৩৩২.৭ টন)। বিশ্লেষকদের ধারণা, সৌদি আরবের এই নতুন স্বর্ণভাণ্ডার বৈশ্বিক স্বর্ণবাজারে নতুন প্রতিযোগিতা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক দামে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।