28965

10/16/2025 ভোট দিলেন রাকসুর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জাহিদ

ভোট দিলেন রাকসুর ছাত্রশিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জাহিদ

রাবি প্রতিনিধি:

১৬ অক্টোবর ২০২৫ ১১:০১

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ এবং সিনেট-এ ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট প্রদান সম্পন্ন করেছেন ছাত্রশিবির সমর্থিত 'সম্মিলিত শিক্ষার্থী জোট' প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের ভোটকেন্দ্রে তিনি তার ভোট প্রদান সম্পন্ন করেন।

জয়ের বিষয়ে আশা রেখে ভোট প্রদানের পর অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, টানা চারবার ভোটের তারিখ পেছানোর পর অবশেষে দীর্ঘ ৩৫ বছরের প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে—এটা আমাদের জন্য ঐতিহাসিক একটি মুহূর্ত। ডাকসু, জাকসু এবং চাকসুর তুলনায় আমরা নির্বাচনী প্রচারণার জন্য বেশ দীর্ঘ সময় পেয়েছি, যার ফলে প্রার্থীরা শিক্ষার্থীদের মাঝে নিজেদের ভাবনা ও কর্মসূচি তুলে ধরতে পেরেছেন। তবে প্রচারণার সময় বাড়ায় অনেক প্রার্থী, বিশেষ করে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা আর্থিক ও সংগঠনগত নানা সমস্যার মুখোমুখি হয়েছেন।

আমি একটু আগে ভোট দিয়েছি, এখন পর্যন্ত পুরো নির্বাচনী প্রক্রিয়াটি সুষ্ঠু বলেই মনে হয়েছে। শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে, আর দিন গড়ানোর সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতিও বাড়ছে বলে আশা করছি। গতকাল ক্যাম্পাসে যে উৎসবমুখর পরিবেশ দেখেছি—হাতে মেহেদি দেওয়া থেকে শুরু করে শিক্ষার্থীদের চোখেমুখে রাকসু নিয়ে যে আনন্দ ছিল—তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি আরও বলেন, শুধু ছাত্রশিবির নয়, রাকসু নির্বাচন ঘিরে আমরা সবাই যে পরিশ্রম করেছি, আন্দোলন করেছি, তা শিক্ষার্থীরা অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছে। আমরা আশা করি, ভোটারদের অংশগ্রহণ আরও বাড়বে এবং নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা পর্যন্ত নিরপেক্ষতা বজায় রাখবে। বিভিন্ন দল ও মতের প্রতিনিধিরা কমিশনে থাকলেও তারা যেন দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের জন্য কাজ করে। আমরা বিশ্বাস করি, নির্বাচন কমিশন ভোট গ্রহণ ও ফলাফল প্রকাশে সুষ্ঠু ভূমিকা পালন করবে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]