28966

10/16/2025 ভোট গ্রহণে কোনো অসঙ্গতি নেই: ভিপি প্রার্থী আবীর

ভোট গ্রহণে কোনো অসঙ্গতি নেই: ভিপি প্রার্থী আবীর

রাবি প্রতিনিধি:

১৬ অক্টোবর ২০২৫ ১১:২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেছেন, “ফলাফল যাই হোক, আমরা শিক্ষার্থীদের রায় মেনে নেব।"

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগদীশ চন্দ্র বসু অ্যাকাডেমিক ভবনে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি আরোও বলেন, “এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অনিয়ম বা অসঙ্গতি দেখিনি। ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলছে। আমরা জয় নিয়ে আশাবাদী।”

আবীর বলেন, “শিক্ষার্থীরা আমাদের প্যানেলকে বেছে নেবেন বলে আমরা বিশ্বাস করি। কারণ আমাদের দলে আছেন জাতীয় দলের ফুটবল খেলোয়াড়, ডিন’স অ্যাওয়ার্ড পাওয়া শিক্ষার্থীসহ অনেক যোগ্য প্রার্থী। শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের একমাত্র লক্ষ্য।”

প্রসঙ্গত, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিতব্য রাকসু নির্বাচনে ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে ভোটগ্রহণ চলছে। ভোটের নিরাপত্তা নিশ্চিতে দুই হাজারেরও বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন, যার মধ্যে ১৭ হাজার ৫৯৬ জন পুরুষ এবং ১১ হাজার ৩০৫ জন নারী শিক্ষার্থী।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]