28981

10/18/2025 রোববার সব জেলায় ‘জুলাইযোদ্ধাদের’ অবরোধ

রোববার সব জেলায় ‘জুলাইযোদ্ধাদের’ অবরোধ

রাজটাইমস ডেস্ক

১৭ অক্টোবর ২০২৫ ২৩:১০

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে অবস্থান নেওয়া ‘জুলাইযোদ্ধাদের’ ওপর হামলার প্রতিবাদে এবং তিন দাবি আদায়ে রোববার (১৯ অক্টোবর) সারাদেশে কর্মসূচি ঘোষণা করেছে ‘আমরা জুলাইযোদ্ধা সংসদ’। প্রত্যেক জেলায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় বিক্ষোভের পর সাংবাদিকদের সামনে এ ঘোষণা দেন ‘আমরা জুলাইযোদ্ধা সংসদ’-এর মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ। এ সময় জুলাই সনদকে বিতর্কিত আখ্যা দিয়ে বিক্ষোভ করেন সদস্যরা। এটি বাতিলেরও দাবি জানান তারা।

এর আগে শুক্রবার দুপুরে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের মঞ্চে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। তখন পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে আহত হন ৩০ বিক্ষোভকারী।

মাসুদ রানা বলেন, ‘আমাদের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে এবং আমাদের তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত প্রত্যেক জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করব। অবরোধ কর্মসূচিতে জুলাই আন্দোলনে আহতদের পাশাপাশি, দেশের সাধারণ জনগণের অংশগ্রহণ কামনা করছি।’

মাসুদ বলেন, ‘জুলাই শহীদদের ‘জাতীয় বীর’ এবং আহত-পঙ্গুত্ববরণকারীদের ‘বীর’ স্বীকৃতি দিয়ে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে, জুলাই-আহত ও শহীদ পরিবারগুলোর পুনর্বাসনের নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং আমাদের জন্য দায়মুক্তি দিয়ে সুরক্ষা আইন করতে হবে। যাতে আমাদের বিরুদ্ধে অপরাধমূলক কর্মকাণ্ড প্রমাণিত না হওয়া পর্যন্ত হয়রানি করা না হয়।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]