28985

10/19/2025 শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৭ ইউনিট

শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৩৭ ইউনিট

রাজ টাইমস ডেস্ক

১৮ অক্টোবর ২০২৫ ২১:৩০

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর সোয়া ২টায় আগুনের সূত্রপাত হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট উঠানামা বন্ধ রয়েছে। ছয় থেকে সাতটি ঢাকাগামী ফ্লাইট চট্টগ্রাম ও সিলেটে অবতরণ করেছে।

ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে। নিয়ন্ত্রণ কাজে সহযোগিতায় করছে বাংলাদেশ সেনাবাহিনী ও বিজিবি।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, ফায়ার সার্ভিস, বাংলাদেশ বিমান বাহিনী, নৌবাহিনীও আগুন নিয়ন্ত্রণে আনতে যোগ দিয়েছে।

এদিকে, সন্ধ্যা ৬টার দিকে ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন নিয়ন্ত্রণে তাদের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট কাজ করছে।

এদিকে, ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]