10/20/2025 হংকংয়ে রানওয়ে থেকে ছিটকে মালবাহী বিমান সাগরে, নিহত ২
রাজ টাইমস ডেস্ক
২০ অক্টোবর ২০২৫ ১০:৪৬
হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি মালবাহী বিমান রানওয়ে থেকে ছিটকে সাগরে পড়েছে। এতে বিমানবন্দরের দুই কর্মী নিহত হয়েছেন।
সোমবার গার্ডিয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে দুবাই থেকে আসা কার্গো বিমানটি হংকংয়ে অবতরণের সময় এ ঘটনা ঘটে।
তুরস্কভিত্তিক কার্গো সংস্থা এয়ার এ সি টির মালিকানাধীন এমিরেটসের ফ্লাইট ইকে৯৭৮৮ (বোয়িং ৭৪৭-৪৮১) বিমানটি অবতরণের সময় উত্তর দিকের রানওয়েতে থাকা একটি যানবাহনের সঙ্গে ধাক্কা খায়। এরপর বিমানবন্দরের দুই কর্মী সাগরে পড়ে যান। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে সেখানে দুজনই মারা যান।