29006

10/22/2025 সিঁড়ি বেয়ে ওঠার সময় বাঁচানোর আকুতি জানিয়েছিলেন জোবায়েদ: পুলিশ

সিঁড়ি বেয়ে ওঠার সময় বাঁচানোর আকুতি জানিয়েছিলেন জোবায়েদ: পুলিশ

রাজটাইমস ডেস্ক

২১ অক্টোবর ২০২৫ ২০:১৫

পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসার নিচে জোবায়েদ হোসাইনকে প্রথমে আঘাত শুরু করেন মাহির রহমান। রক্ষা পেতে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন জোবায়েদ। তৃতীয় তলায় তাঁর সঙ্গে শাবনাম বর্ষার দেখা হলে জীবন বাঁচানোর আকুতি জানান।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হত্যার ঘটনা নিয়ে পুলিশকে এসব তথ্য জানিয়েছেন মাহির ও বর্ষা। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিএমপির লাল জোনের উপকমিশনার (ডিসি) মল্লিক আহসান সামি জানান, ২৫ সেপ্টেম্বর থেকে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করেন বর্ষা-মাহির। ঘটনার দিন মাহিরের সঙ্গে তাঁর আরও দুই বন্ধু ছিলেন। হত্যার জন্য তারা দুটি সুইচ গিয়ার চাকু কেনেন। ঘটনার সময় সেটি দিয়ে জোবায়েদকে আঘাত করেন মাহির।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া সেন্টারে করা সংবাদ সম্মেলনে মল্লিক আহসান আরও জানান, বর্ষার সঙ্গে মাহিরের ৯ বছরের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু মাঝে জোবায়েদের প্রতি দুর্বল হন বর্ষা। কিছুদিন পর আবার মাহিরের দিকে ঝোকেন।

ঘটনার দিনের (রোববার) বর্ণনা দিয়ে ডিসি মল্লিক আহসান আরও বলেন, ‘বিকেলে জীবন বাঁচাতে জোবায়েদ নিচে থেকে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে থাকেন। তিন তলায় ওঠার পরে আর হাটতে পারছিলেন না। সিঁড়িতে দেখা হয় বর্ষার সঙ্গে। বর্ষাকে জোবায়েদ বলে আমাকে বাঁচাও। কিন্তু বর্ষা বলে, তোমাকে না মারলে আমি মাহিরের হবো না। এসময় জোবায়েদের গলায় সুইচ গিয়ার দিয়ে আঘাত করেন মাহির। পালিয়ে যাওয়ার সময় মাহির তাঁর বন্ধু আইলানকে ছুরি আনতে বলেন।’

জোবায়েদ হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। ডিসি বলেন, ‘মাহিরের আরেক বন্ধু প্রিতমকে সাক্ষী হিসেবে রেখেছি। মাহির খুন করে প্রিতমের কাছে স্বীকার করেন।’

তিনজনের বিরুদ্ধে মামলা

রাজধানীর বংশাল থানায় জোবায়েদের বড় ভাই এনায়েত হোসেন সৈকতের করা মামলায় আসামি করা হয়েছে মাহির রহমান (১৯), শাবনাম বর্ষা (১৯) ও মাহিরের বন্ধু ফারদিন আহমেদ আয়লানকে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৪-৫ জনকে। নাম উল্লেখ থাকা তিনজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

এনায়েত হোসেন সৈকত বলেন, ‘যারা প্রকৃত আসামি আমরা তাদের নাম উল্লেখ করে মামলা করেছি। আমরা চাই কোন নির্দোষ ব্যক্তি যেন ফেঁসে না যায়।’

জোবায়েদ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ছিলেন। যুক্ত ছিলেন ছাত্রদলের রাজনীতির সঙ্গে। সংগঠনটির বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সদস্য ছিলেন। গত রোববার পুরান ঢাকার আরমানিটোলার একটি বাসার সিঁড়ি থেকে জোবায়েদের রক্তাক্ত লাশ উদ্ধার করে পুলিশ। নুরবক্স লেনের বাসাটিতে টিউশনি করতেন তিনি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]