29011

10/22/2025 ধামইরহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

ধামইরহাটে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

২১ অক্টোবর ২০২৫ ২০:৩৯

নওগাঁর ধামইরহাটে কালীপূজা উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পাতা খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকালে ধামইরহাট কেন্দ্রীয় নির্দয়া কালী মন্দিরস্থ ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী এই খেলা। উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি মহেশ পাল ও সাংগঠনিক সম্পাদক রতন কুমার আগরওয়াল এর তত্বাবধানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পাতা খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে।

পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক রতন কুমার আগরওয়াল বলেন আমাদের আঞ্চলিক গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর কালীপূজা উপলক্ষে এই খেলার আয়োজন করা হয়। খেলা দেখতে আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর দর্শক আসেন যা এলাকায় একটি উৎসবের আমেজ তৈরি করে।

উল্লেখ এই খেলাটি কিছুটা আধ্যাত্মিকতায় মোরা। বৃহৎ আকারের বৃত্তাকারের মাঝখানে একটি কলা গাছ বসিয়ে সেখানে থাকে তুলা রাশির কিছু ব্যাক্তি ( খেলার ভাষায় যাদের বলা হয়ে থাকে পাতা) এবং বৃত্তের প্রান্তে বিভিন্ন অংশে থাকে কয়েকজন তান্ত্রিক। তান্ত্রিকরা তাদের তন্ত্রমন্ত্র দিয়ে তুলা রাশি পাতাকে তাদের দিকে টানতে থাকে,যে তান্ত্রিক যতো বেশি পাতা টানতে পারে খেলায় সেই বিজয়ী হিসাবে গণ্য হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]