29023

10/24/2025 শপথ নিলেন চাকসু’র নির্বাচিত প্রতিনিধিরা

শপথ নিলেন চাকসু’র নির্বাচিত প্রতিনিধিরা

রাজটাইমস ডেস্ক

২৩ অক্টোবর ২০২৫ ২২:৪১

আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শপথবাক্য পাঠ করান চাকসুর সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো: ইয়াহ্ইয়া আখতার। সাবেক চাকসু নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে চাকসুর নব নির্বাচিত নেতৃবৃন্দ শপথ নেন।

শপথ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি(অ্যাকাডেমিক) অধ্যাপক ড. শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন, চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন ছাড়াও উপস্থিত ছিলেন সাবেক চাকসু ভিপি মাজহারুল হক শাহ, সাবেক চাকসু ভিপি এস এম ফজলুল হক, সাবেক চাকসু জিএস মাহমুদুর রহমান মান্না, সাবেক চাকসু ভিপি জসিম উদ্দিন সরকার এবং চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী।

শপথ অনুষ্ঠানে ১৪টি হল ও একটি হোস্টেল সংসদের নির্বাচিত প্রতিনিধিরাও শপথ নেন।

চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৬ পদের মধ্যে ভিপি-জিএসসহ ২৪টিতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘সম্প্রীতির শিক্ষার্থী জোট’ প্যানেলের প্রার্থীরা বিজয়ী হন। একটি পদে জয়ী হন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এবং একটি পদে জয়ী হন ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেলের প্রার্থী।ভ্রমণ গাইড

আনুষ্ঠানিকভাবে চাকসু ভিপি হিসেবে শপথ নেন ছাত্রশিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব। এজিএস পদে শপথ নেন ছাত্রদল সমর্থিত প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

১৮টি সম্পাদকীয় পদের মধ্যে ১৭টিতেই বিজয়ী হয়ে শপথ নেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। তারা হলেন- খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শাওন; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হারেজুল ইসলাম ওরফে হারেজ মাতব্বর; সহ-সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক জিহাদ হোসাইন; দফতর সম্পাদক আব্দুল্লাহ আল নোমান; সহ-দফতর সম্পাদক জান্নাতুল আদন নুসরাত; ছাত্রী কল্যাণ সম্পাদক নাহিমা আক্তার দ্বীপা; সহ-ছাত্রী কল্যাণ সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা; বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মো: মাহবুবুর রহমান; গবেষণা ও উদ্ভাবন সম্পাদক তানভীর আঞ্জুম শোভন; সমাজসেবা ও পরিবেশ সম্পাদক তাহসিনা রহমান; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আফনান হোসাইন ইমরান; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মো: মোনায়েম শরীফ; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান সোহান; যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক মো: ইসহাক ভূঞা; সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক ওবাইদুল সালমান, আইন ও মানবাধিকার সম্পাদক ফজলে রাব্বি তৌহিদ; পাঠাগার ও ক্যাফেটেরিয়া সম্পাদক মাসুম বিল্লাহ।

এছাড়া শিবির সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত পাঁচজন নির্বাহী সদস্যের মধ্যে জান্নাতুল ফেরদাউস সানজিদা; আদনান শরীফ; সালমান ফারসী ও মো: সোহানুর রহমান শপথ নেন।

সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ‘বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে নির্বাচিত তামান্না মাহবুব প্রীতি শপথ নেন।

চাকসু নির্বাচন কমিশনার ও সদস্য সচিব অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘চাকসু নির্বাচন কমিশনের শেষ কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের শপথ পাঠ করানো। আমরা সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ অনুষ্ঠানটি খুব সুন্দর পরিবেশে সম্পন্ন করেছি। এর মধ্য দিয়ে আমাদের দায়িত্ব শেষ হলো।’

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]