10/25/2025 রাকসুতে যশোর জেলা থেকে নির্বাচিত ১২
রাবি প্রতিনিধি:
২৪ অক্টোবর ২০২৫ ১১:৪৪
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল ছাত্র সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫ এ দেশের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করে ৯১৮ জন। তার মধ্যে কেন্দ্রীয় ও হল সংসদে যশোর জেলা থেকে নির্বাচিত হয়েছেন ১২ জন প্রার্থী।
নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪৭ জন, যার মধ্যে নারী ২৬ জন। এ ছাড়া সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ৫টি পদে ৫৮ জন এবং হল সংসদ নির্বাচনে ১৫টি পদে মোট ১৭টি হলে ৫৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। যা রাকসুর ইতিহাসে সর্বোচ্চ।
যশোর জেলা থেকে নির্বাচিত হয়েছেন যারা- মো.নয়ন হোসেন, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক - কেন্দ্রীয় সংসদ, মো. ওমর ফারুক - এজিএস- শেরেবাংলা এ কে ফজলুল হক হল, ইসরাফিল হোসেন - এজিএস- শহীদ জিয়াউর রহমান হল, রাকিবুল হাসান স্বাধীন - বিতর্ক ও সাহিত্য সম্পাদক - শাহ মখদুম হল, নাজমুল আকতার আকাশ - বিতর্ক ও সাহিত্য সম্পাদক - বিজয় ২৪ হল, জসিম উদ্দিন - কমনরুম সম্পাদক -মতিহার হল,
এছাড়া তারেক মাহমুদ নিশান - সহ বিতর্ক ও সাহিত্য সম্পাদক - শাহ মখদুম হল, সুলতান মো সালাউদ্দিন -সহ ক্রিড়া ও খেলাধুলা সম্পাদক - শহীদ জিয়াউর রহমান হল, আবু নাঈম - সহ সংস্কৃতি সম্পাদক - শহীদ হাবিবুর রহমান হল, ইউসুফ আলী - সহ কমনরুম সম্পাদক - শহীদ শামসুজ্জোহা হল, আল আমিন - নির্বাহী সদস্য - শাহ মখদুম হল ও মাহফুজুল ইসলাম - নির্বাহী সদস্য - শহীদ জিয়াউর রহমান হল।
এ বিষয়ে যশোর জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান স্বাধীন বলেন , ৩৫ বছর পরে রাকসু এবং সেখানে আমাদের এক জেলা থেকে ১২ জন প্রার্থী নির্বাচিত হয়েছে যেটা আমাদের জেলার জন্য একটা একটা বড় অর্জন, এই অর্জনের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যশোরের সকল শিক্ষার্থী অনেক খুশি। ৩৫ বছর পরে রাকসু নির্বাচনে প্রার্থী হতে পেরে ভালো লাগছে একজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করা এতোটা সহজ ছিলো না তারপর ও শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করেছে তাদের জন্য কাজ করে যাবো ইনশাল্লাহ"
সমিতির সিনিয়র সভাপতি নাজমুল আকতার আকাশ বলেন, রাকসু সকল শিক্ষার্থীদের অধিকারের জায়গা, আমি তাদের সকল প্রকার যৌক্তিক অধিকারে তাদের পক্ষে কাজ করবো। আমিতো তাদের ভোটেই নির্বাচিত প্রতিনিধি। আমরা সব সময় চাই রাবির বুকে যশোরের নাম ফুটে উঠুক এই অর্জন যশোরের প্রত্যেক শিক্ষার্থীর জন্য গর্বের এবং একই সাথে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষার্থীর কন্ঠস্বর হয়ে কাজ করতে চাই। এবার আমাদের জেলা থেকে ১২ জন নির্বাচিত হয়েছেন আশা করছি সবাই মিলে একসাথে কাজ করবো।