29058

10/28/2025 আবাসিক হলে ভগ্নদশা, জীবনের নিরাপত্তা চেয়ে বিকল্প আবাসনের দাবি

আবাসিক হলে ভগ্নদশা, জীবনের নিরাপত্তা চেয়ে বিকল্প আবাসনের দাবি

রাবি প্রতিনিধি:

২৭ অক্টোবর ২০২৫ ১৭:৫৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শেরে বাংলা হলের ভগ্নদশা থেকে শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত ও বিকল্প আবাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবের কাছে স্মারকলিপি দিয়েছে নবনির্বাচিত হল সংসদের সদস্যরা।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে উপাচার্যের দফতরে এই স্মারকলিপি দেওয়া হয়। এসময় বিকল্প আবাসনের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, শেরে বাংলা ফজলুল হক হল বর্তমানে মারাত্মকভাবে ভগ্নপ্রায় অবস্থায় রয়েছে। হলের বিভিন্ন অংশে নিয়মিতভাবে প্লাস্টার ও রড ভেঙে পড়ছে। দেওয়াল ও ছাদের দুর্বল কাঠামো শিক্ষার্থীদের জন্য গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। রাকসু নির্বাচনের সপ্তাহখানেক আগে এমন একটি দুর্ঘটনাও ঘটে, যা শিক্ষার্থীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করে।

সেখানে আরো বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শিক্ষার্থীরা বাধ্য হয়েই জীবনঝুঁকি নিয়ে হলে অবস্থান করছে। অথচ, প্রশাসনের পক্ষ থেকে এখনো কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। শিক্ষার্থীদের জীবনের নিরাপত্তা রক্ষার্থে বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে সমাধান করা অত্যন্ত জরুরি বলে আমরা মনে করি। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের জীবননিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করবে এবং দ্রুত অন্যত্র আবাসনের ব্যবস্থা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তারা বিশ্বাস করেন।

এসময় কেন্দ্রীয় সংসদের নির্বাচিত সহসাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির, হল সংসদের নির্বাচিত সহসভাপতি (ভিপি) মো. রানা হোসাইন, সাধারণ সম্পাদক (জিএস) মো. তানজীল হোসাইন, সহসাধারণ সম্পাদক (এজিএস) মো. ওমর ফারুকসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]