29067

10/30/2025 রাজশাহীতে কিশোরীর লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

রাজশাহীতে কিশোরীর লাশ উদ্ধার ॥ স্বামী পলাতক

নিজস্ব প্রতিবেদক

২৯ অক্টোবর ২০২৫ ১৮:৩৭

রাজশাহীতে মাসুদা পারভিন ওরফে ইভা (১৭) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় নগরের মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে ইভার স্বামী দুর্জয় পলাতক রয়েছে।

পুলিশ জানায়, ইভা তিন দিন ধরে নিখোঁজ ছিল। তার স্বামী মো. দুর্জয়ের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। দুর্জয়ের বাড়ি রাজশাহীর দুর্গাপুর উপজেলার কানপাড়া গ্রামে। তবে তিনি স্ত্রী ইভাকে নিয়ে রাজশাহী নগরের দায়রাপাক এলাকায় ভাড়া থাকতেন। ইভার বাবার নাম ইকবাল হোসেন, বাড়ি নগরের মেহেরচণ্ডী এলাকায়। নিহত ইভার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রাথমিকভাবে হত্যা হওয়ায় সন্দেহ করা হচ্ছে। স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে লাশ দেখতে পান। পরে পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশটি ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠায়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]