29076

10/30/2025 ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৮ মাদরাসাছাত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে দগ্ধ ৮ মাদরাসাছাত্রী

রাজ টাইমস ডেস্ক

৩০ অক্টোবর ২০২৫ ১৪:০০

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের ট্রান্সফরমার বিস্ফোরণে আট মাদরাসাছাত্রী দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে সদর উপজেলার বড় হুজুর বাড়ি দারুন নাজাত মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সাদিয়া আক্তার (১২), রুবাইয়া আক্তার (৯), তুইবা (৬), আয়মান (৬), নুসরাত (১০), আলেয়া (৩০), রওজা (১৩) ও আফরিন (১৩)।

দগ্ধ সাদিয়ার বাবা মোহাম্মদ আবু সাঈদ জানান, বিকেলের দিকে মাদরাসার পাশের রাস্তায় থাকা ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। আগুনের ফুলকি মাদরাসার চতুর্থ তলায় ঢুকে পড়লে শিক্ষার্থীরা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নেয়া হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে আটজন দগ্ধ রোগী আনা হয়েছে। এর মধ্যে সাদিয়া আক্তার দগ্ধ ১৩ শতাংশ, রুবাইয়ার ৫ শতাংশ, আয়মানের ২ শতাংশ, নুসরাতের ৩ শতাংশ, তুইবার ৩ শতাংশ, রওজার ৩ শতাংশ, আলেয়ার ১৪ শতাংশ ও আফরিন ৫ শতাংশ দগ্ধ হয়েছেন। এদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি তিনজনকে জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]