29091

11/01/2025 নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি ছাত্রীসংস্থা

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিলো রাবি ছাত্রীসংস্থা

রাবি প্রতিনিধি:

৩১ অক্টোবর ২০২৫ ১৯:৫৭

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন নারী শিক্ষার্থীদের নিয়ে অ্যাকাডেমিক গাইডলাইন ও সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে বরণ করে নিলো ইসলামী ছাত্রীসংস্থা, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের শাহিদ শুখরঞ্জন সামদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র (টিএসসিসি) এ আয়োজন হয়।

নবীনবরণ অনুষ্ঠানে ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার সভানেত্রী এবং রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছার সভাপতিত্বে উপস্থিত ছিলেন রহমতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমত আরা বেগম, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক আতকিয়া আনতারা।

এসময় ইসলামী ছাত্রীসংস্থা রাবি শাখার সভানেত্রী এবং রাকসুর মহিলা বিষয়ক সম্পাদক সাইয়িদা হাফছা বলেন, "নারী শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা কাজ করে আসতেছে। প্রতিবছরের ন্যায় এবছরও আমরা নবীন নারী শিক্ষার্থীদের নিয়ে সংবর্ধনার আয়োজন করেছি।

যদিও ফ্যাসিস্ট সরকারের আমলে নির্যাতন নিপীড়নের কারণে দীর্ঘদিন ক্যাম্পাসে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হয়নি। আজকে নবীনদের সরব উপস্থিতি আমাদের আয়োজনকে প্রাণবন্ত করে তুলেছিল আলহামদুলিল্লাহ।"

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]