29119

11/04/2025 মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে বিএনপি কর্মী নিহত

মুন্সীগঞ্জে প্রতিপক্ষের গুলিতে বিএনপি কর্মী নিহত

রাজ টাইমস ডেস্ক

৩ নভেম্বর ২০২৫ ১১:৫৬

পূর্ব বিরোধের জেরে মুন্সীগঞ্জের মোল্লাকান্দি ইউনিয়নে প্রতিপক্ষের গুলিতে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন।

রবিবার (২ নভেম্বর) রাতে ইউনিয়নে দক্ষিণ বেহেরকান্দি গ্রামে ওই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাতে তুহিন দেওয়ান বাসা থেকে হাঁটতে বের হন। মুন্সীকান্দি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির নেতা ওজির আলী ও আওলাদ গ্রুপের অনুসারী লিটন বেপারির নেতৃত্বে পেছন থেকে তুহিনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও এলোপাথারি গুলি ছোঁড়ে। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত তুহিন মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ মোল্লা ও বিএনপি নেতা আতিক মল্লিকের অনুসারী। স্থানীয় রাজনৈতিক আধিপত্য নিয়ে তাদের মধ্যে বিরোধ ছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ রয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]