29125

11/04/2025 ভাই ভাই ঋণদান সমিতির দুইজন কারাগারে

ভাই ভাই ঋণদান সমিতির দুইজন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

৩ নভেম্বর ২০২৫ ১৭:২৫

রাজশাহী শহরের রাজপাড়া থানার মহিষবাথান এলাকায় দেড় কোটি টাকা আত্মসাতের ঘটনায় ‘ভাই ভাই ঋণদান সমিতির দুই আসামীর জামিন নামঞ্জুর করেছে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত। রোববার জামিন আবেদনের শুনানী শেষে আদালত মামলার ৪ নম্বর আসামী ইসতিয়াক আহমেদ ও ৬ নম্বর আসামী মোসাঃ হাসিনা বানুকে জেল হাজতে প্রেরণ করেছেন। এদের মধ্যে হাসিনা বানু আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেছিলেন। আর ইসতিয়াক আহমেদকে গত শনিবার গ্রেপ্তার করে আদালতে সৌপর্দ করে পুলিশ। তার পক্ষেও আদালতে জামিনের আবেদন করা হয়।

২০০২ সালে গড়ে ওঠা সমিতি পরিচালনা করতেন পরিচালক শামীম আহমেদ ও নির্বাহী সম্পাদক মোঃ সাঈম। তারা এলাকার মানুষকে বেশি মুনাফার লোভ দেখিয়ে বিভিন্ন মেয়াদে টাকা সংগ্রহ করতেন। কিন্তু মেয়াদ শেষ হওয়ার পর টাকা ফেরত না দিয়ে টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তারা টাকা নিয়ে আত্মগোপনে চলে যান।

টাকা হারানোর শোকে দুই সদস্য স্ট্রোক করে মারাও যান। এছাড়া এক নারীও টাকা ফেরত না পাওয়ায় তালাকপ্রাপ্ত হন। ক্ষতিগ্রস্ত সঞ্চয়কারীরা ৬ জনকে আসামী করে মামলা দায়ের করেন। গত ১৫ আগস্ট সমিতির গ্রাহক কায়সার হামিদ বাদি হয়ে রাজশাহী মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার ৮৯২ টাকার আত্মসাতের অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে বোয়ালিয়া মডেল থানা পুলিশকে ব্যবস্থা নেওয়া নির্দেশ দেয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]