29134

11/05/2025 ধামইরহাটে মজিবুর রহমান ফাউন্ডেশন এর বৃত্তি প্রদান

ধামইরহাটে মজিবুর রহমান ফাউন্ডেশন এর বৃত্তি প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

৪ নভেম্বর ২০২৫ ১৮:০১

নওগাঁর ধামইরহাটে মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৯৫জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে আনুষ্ঠানিক ভাবে শিক্ষার্থীদের মাঝে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এসএম খেলাল ই রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন মোস্তাক।

এ সময় আরও উপস্থিত ছিলেন মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক মো. আলমগীর কবির, আগ্রাদ্বিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, ওয়ার্ল্ড ভিশনের এপি ম্যানেজার ম্যানুয়েল হাসদা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা সবুজ কুমার মন্ডল, সহকারি কৃষি কর্মকর্তা মিলন কুমার, আগ্রাদ্বিগুন বহুমূখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেনজির আহমেদ, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাকিম, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম প্রমুখ।

মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের চেয়ারম্যান আলমগীর কবির জানান, ২০২৩ ও ২৪ সালের মজিবুর রহমান মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নের প্রাথমিক পর্যায়ে ২৪জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়াও মাধ্যমিক পর্যায়ে ৭১জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে প্রতি ইউনিয়ন থেকে ১জন করে ট্যালেন্টপুলে ও ৬জন শিক্ষার্থীকে উপজেলা পর্যায়ে ট্যালেন্টপুলে বৃত্তি প্রদান করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]