29161

11/13/2025 জামায়াতের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক

জামায়াতের সঙ্গে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক

রাজটাইমস ডেস্ক

১২ নভেম্বর ২০২৫ ২১:১১

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আইএমএফ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাংলাদেশ মিশনপ্রধানের উপদেষ্টা ক্রিস পাপাজর্জিউ। তার সঙ্গে ছিলেন ঢাকাস্থ আবাসিক প্রতিনিধি ম্যাক্সিম ক্রিশকো, ডেপুটি চীফ অব মিশন আইভো ক্রেজনার এবং অর্থনৈতিক বিশ্লেষক তাওহিদ এলাহি।

অন্যদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে অংশ নেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবদুর রব এবং শফিউল্লাহ।

বৈঠকে বাংলাদেশের টেকসই অর্থনীতি, আর্থিক খাতের স্থিতিশীলতা, করব্যবস্থা, সামাজিক খাতের উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক সংস্কার প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। আইএমএফ প্রতিনিধিরা বাংলাদেশে চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ ও সম্ভাবনা সম্পর্কে জামায়াতের দৃষ্টিভঙ্গি জানতে চান।

জামায়াতের প্রতিনিধি দল দেশের আর্থসামাজিক বাস্তবতা তুলে ধরে জানায়, জনগণের স্বার্থ রক্ষায় ন্যায়ভিত্তিক ও টেকসই অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

তারা বলেন, দুর্নীতি নিয়ন্ত্রণ, সুশাসন প্রতিষ্ঠা ও উৎপাদনমুখী খাতকে শক্তিশালী করার মধ্য দিয়েই দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি নিশ্চিত করা সম্ভব।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]