29164

11/13/2025 লিবিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসীর মৃত্যু

লিবিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৪২ অভিবাসীর মৃত্যু

রাজ টাইমস ডেস্ক

১২ নভেম্বর ২০২৫ ২৩:০৪

লিবিয়ার উপকূলে একটি রাবার বোট উল্টে অন্তত ৪২ জন অভিবাসী নিখোঁজের পর মারা গেছে বলে ধারণা করা হচ্ছে। ইউরোপে পাড়ি জমানোর চেষ্টার সময় লিবীয় উপকূলে ডুবে যাওয়া এই নৌকার সব অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ।

লিবিয়া কর্তৃপক্ষ সাতজনকে উদ্ধার করেছে, যারা সমুদ্রের মধ্যে ছয় দিন ভেসে ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নৌকায় মোট ৪৯ জন ছিলেন। আল বুড়ি তেলক্ষেত্রের কাছে ডুবে যায় নৌকাটি, যেটি লিবিয়ার উপকূলের উত্তরে-উত্তরপশ্চিমে অবস্থিত।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম জানিয়েছে, নিখোঁজ অভিবাসীরা সুদান, নাইজেরিয়া, ক্যামেরুন এবং সোমালিয়ার নাগরিক।

২০১১ সালে মুআম্মার গাদ্দাফির পতনের পর লিবিয়া হয়ে উঠেছে ইউরোপের দিকে যাত্রা করা অভিবাসীদের জন্য একটি ট্রানজিট রুট। এই বছর মধ্য ভূমধ্যসাগরে ইতিমধ্যেই ১,০০০ এর বেশি অভিবাসী ডুবে মারা গেছে, এবং এই সপ্তাহের ঘটনা সেই সংখ্যা আরও বাড়িয়েছে। ২০২৪ সালে সমগ্র ভূমধ্যসাগরে এ ধরনের মৃত্যু ২,৪৫২।

আইওএম- এর বিবৃতিতে বলা হয়েছে, "সুরমান ও ল্যাম্পেডুসার উপকূলে সম্প্রতি ঘটে যাওয়া অন্যান্য মৃত্যুর ঘটনায় এই ট্র্যাজিক ঘটনা আবারও দেখায়, মধ্য ভূমধ্যসাগরীয় রুটে অভিবাসী ও শরণার্থীদের মুখোমুখি হওয়া স্থায়ী বিপদের কথা।"

অক্টোবরের মাঝামাঝি সময়ে, রাজধানী ত্রিপলির পশ্চিম উপকূলে ৬১ জন অভিবাসীর মৃতদেহ উদ্ধার করা হয়। সেপ্টেম্বরে, সংস্থাটি জানিয়েছে, ৭৫ জন সুদানি শরণার্থী বহনকারী একটি নৌকায় আগুন ধরে অন্তত ৫০ জন মারা গিয়েছিলেন। মঙ্গলবার, ব্রিটেন, স্পেন, নরওয়ে ও সিয়েরা লিওন সহ কয়েকটি দেশ জেনেভায় জাতিসংঘের সভায় লিবিয়ার কাছে এমন আটককেন্দ্র বন্ধ করার আহ্বান জানায়, যেখানে মানবাধিকার সংস্থাগুলি বলছে অভিবাসী ও শরণার্থীরা নির্যাতিত হয়েছে, অপমানিত হয়েছে এবং কখনও কখনও হত্যা করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]