29172

11/13/2025 নগরীতে আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

নগরীতে আ.লীগ ও যুবলীগের ৩ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর ২০২৫ ১৫:২৫

রাজশাহী মহানগরে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) বিভিন্ন থানা ও ডিবি পুলিশ নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় অন্যান্য অভিযোগে আরও ২৬ জন গ্রেপ্তার করেছে পুলিশ। 
পুলিশ জানায়- গেল ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন স্থানে বিশেষ অভিযানে বিস্ফোরণ ঘটানো, অবৈধ প্রভাব বিস্তার, অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী তৎপরতার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অন্যান্য অভিযোগে আরও ২৩ জনকে আটক করা হয়েছে। যার মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন, মাদক মামলায় ৫ জন এবং অন্যান্য মামলার ৮ জন আসামি রয়েছে।
বিশেষ অভিযানে গ্রেপ্তারকৃতরা হলেন, নগরের ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ- সাংগঠনিক সম্পাদক ও পবা নতুনপাড়া পদ্মপুকুর এলাকার সমীরউদ্দিনের ছেলে মো. আলমগীর (৩২)। বাগমারা উপজেলার ১১ নম্বর গনিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও তাহির একডালা এলাকার মৃত আব্বাস আলীর ছেলে মো. অহিদুল ইসলাম (৪৪), রাজশাহী জেলা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক ও চারঘাট উপজেলার মল্লিক মাড়িয়া এলাকার মৃত ওমর আলীর ছেলে মো. মুক্তার হোসেন (৪২)। এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) গাজিউর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]