29180

11/14/2025 রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রে’প্তার

রাজশাহীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ব্যবসায়ী গ্রে’প্তার

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর ২০২৫ ১৭:৪৫

রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে ৪’শ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে র‌্যাব-৫। এসময় মাদক ব্যবসায়ী মো. মিজান আলী (২৪)-কে গ্রেফতার করা হয়। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫) বৃহস্পতিবার (১৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে চারঘাট থানার হলিদাগাছী বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহীর একটি দল জানতে পারে, হলিদাগাছী বাজার এলাকায় এক মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট মজুদ করে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছে। পরবর্তীতে র‌্যাবের বিকেলে অভিযান পরিচালনা করে মো. মিজান আলী (২৪)-কে গ্রেফতার করে। তিনি রাজশাহীর কাটাখালী থানার টাঙ্গন এলাকার রেজাউল করিমের ছেলে।  তার কাছে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ৪‘শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মিজান এলাকায় পরিচিত মাদকচক্রের সক্রিয় সদস্য। তিনি দীর্ঘদিন ধরে ইয়াবা, ট্যাপেন্টাডল, গাঁজা, ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন স্থানে খুচরা ও পাইকারি পর্যায়ে সরবরাহ করছিলেন। চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারর‌্যাব-৫ এর গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। ঘটনার বিষয়ে রাজশাহীর চারঘাট থানায় মিজানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]