29201

11/17/2025 কারওয়ান বাজারে পর পর ককটেল বিস্ফোরণ

কারওয়ান বাজারে পর পর ককটেল বিস্ফোরণ

রাজটাইমস ডেস্ক

১৬ নভেম্বর ২০২৫ ২১:৫১

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় পর পর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে ঘটনাস্থল দিয়ে দুই থানা একে অপরকে এড়িয়ে যাচ্ছে।

রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটে।

তেজগাঁও থানা–পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে কলাবাগান থানা এলাকায়। আর কলাবাগান থানা বলছে, ঘটনাস্থলটি তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান খান বলেন, ‘ঘটনাস্থল আমার থানা এলাকার মধ্যে নয়। তেজগাঁও থানা এলাকার মধ্যে পড়েছে।’

অন্যদিকে তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, এটি আমার থানা এলাকায় পড়েনি।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের রায় ঘোষণা হবে আগামীকাল সোমবার। এ রায় ঘোষণা ঘিরে গত সপ্তাহে ‘লকডাউন’ কর্মসূচি দেয় কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকা আওয়ামী লীগ। ওই কর্মসূচি ঘিরে ১০ নভেম্বর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বাসে-ট্রেনে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে আসছে।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]