11/17/2025 মসজিদ মিশন একাডেমীর বার্ষিকীর মোড়ক উন্মোচন
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৫ ২২:১৮
শিক্ষা ও জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে রাজশাহীস্থ মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ)-এর বার্ষিকী '৩৬ শে জুলাই, ২০২৫'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আজ একাডেমীর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
বার্ষিকীর উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা ড. মোঃ কেরামত আলী। তিনি তার মূল্যবান বক্তব্যে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরেন এবং বার্ষিকী প্রকাশের উদ্যোগকে সাধুবাদ জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নিজাম উদ্দিন, সভাপতি, বাংলাদেশ মসজিদ মিশন, রাজশাহী জিলা এবং সম্মানিত অধ্যাপক, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও মোঃ সিরাজুল ইসলাম, প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ), রাজশাহী।
এসময় মোঃ নিজাম উদ্দিন প্রতিষ্ঠান পরিচালনাকারী সংস্থাটির সভাপতি হিসেবে একাডেমীর সার্বিক উন্নতিতে তাঁর আশাবাদ ব্যক্ত করেন। অধ্যক্ষ, মোঃ সিরাজুল ইসলাম তাঁর স্মৃতিচারণমূলক বক্তব্যে একাডেমীর প্রতিষ্ঠা ও অগ্রযাত্রার দিনগুলোর কথা তুলে ধরেন এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি অনুপ্রেরণামূলক বার্তা দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ মিশন একাডেমী (স্কুল এন্ড কলেজ)-এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শাহাদাৎ হোসাইন। তিনি তাঁর সমাপনী বক্তব্যে বার্ষিকী প্রকাশনার সঙ্গে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের সার্বিক সফলতা কামনা করেন। মোড়ক উন্মোচন পর্ব শেষে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দ বার্ষিকীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং এর ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ প্রভাষক, পদার্থ বিজ্ঞান বিভাগের মোঃ তৌহিদুল ইসলাম। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। বার্ষিকীর সফল প্রকাশনা মসজিদ মিশন একাডেমীর শিক্ষাক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপন করল।