11/20/2025 মুশফিক-লিটনের জোড়া সেঞ্চুরিতে ৪৭৬ রানে থামল বাংলাদেশ
রাজ টাইমস ডেস্ক
২০ নভেম্বর ২০২৫ ১৫:২৫
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংস খেলতে গিয়ে বাংলাদেশের দুই তারকা ব্যাটার রানের ঝড় তুলে ধরেছেন। মুশফিকুর রহিম তার ১০০তম টেস্টে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন।
সঙ্গে লিটন দাসও তিন অঙ্ক স্পর্শ করেছেন। তাতে শেষ পর্যন্ত ১৪১.১ ওভার ব্যাট করতে গিয়ে সব উইকেট হারিয়ে বাংলাদেশ প্রথম ইনিংসে ৪৭৬ রানের বিশাল সংগ্রহ করেছে।
দ্বিতীয় দিনের খেলায় মুশফিকুর রহমান তাঁর ১০০তম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেন। ১০৬ রান করে হাম্প্রেসের বলে ক্যাচ দেওয়ার আগে লিটন দাসের সঙ্গে গড়েন ১০৮ রানের গুরুত্বপূর্ণ জুটি। মুশফিক আউট হলে স্কোর দাঁড়ায় ৩১০ রানে, পঞ্চম উইকেটের সময়।
এরপর ইনিংসের নেতৃত্ব নেন লিটন দাস। আত্মবিশ্বাসী খেলায় তিনি ১২৮ রান করেন, যার মধ্যে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। লিটনের সঙ্গে মেহেদী হাসান মিরাজ আরও ১৩৩ রানের জুটি গড়েন। মিরাজ ৪৭ রান করে আউট হন।
দুজনের আউটের পর দ্রুত ছন্দপতন ঘটে। মাত্র ৪ বলের ব্যবধানে লিটন ও মিরাজ আউট হওয়ায় স্কোর দাঁড়ায় ৪৩৩ রানে, সাত নম্বর উইকেটে। শেষ দিকে তাইজুল ইসলাম ও হাসান মুরাদ স্কোরকে খুব এগিয়ে নিতে পারেননি। তাইজুল ৪ রান করে হোয়ের বলে বোল্ড হন। শেষ পর্যন্ত বাংলাদেশ ৪৭৬ রানে ইনিংস শেষ করে।