29220

11/20/2025 রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ওপর হামলা, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর ২০২৫ ১৭:৫২

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কয়েকজন শিক্ষার্থী বুধবার রাত ১১টার দিকে কাজলা ফটকের কাছে ‘কাজলা ক্যান্টিন’-এ খাওয়া-দাওয়া করছিলেন। হঠাৎ ১০-১৫ জন মুখোশ ও হেলমেট পরিহিত দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ঘটনায় অন্তত তিন শিক্ষার্থী আহত হন। আহতদের মধ্যে ফিন্যান্স বিভাগের আল ফারাবী, তাহমিদ আহমেদ বখশী এবং নাট্যকলা বিভাগের মিনহাজ রয়েছেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা প্রথমে শিক্ষার্থীদের মধ্যে একজনের ছবি দেখিয়ে তাকে খুঁজছিল। এরপর হঠাৎ করে লোহার রড, রামদা, হাতুড়ি এবং ছুরি নিয়ে শিক্ষার্থীদের আক্রমণ শুরু করে। মারধরের সময় ফারাবী এবং বখশীকে তুলে নিয়ে যায়। পরে ফারাবীকে বেতার মাঠের পাশে এবং বখশীকে হবিবুর রহমান হলের সামনে থেকে উদ্ধার করা হয়। আর মিনহাজকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। আহত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তিন শিক্ষার্থীদের মধ্যে আহত আল ফারাবী আগে ছাত্রলীগের মাদার বখশ হল শাখার আহবায়ক ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, “কাজলায় আমাদের শিক্ষার্থীদের ওপর মুখোশধারী ও হেলমেট পরিহিত একটি দল হামলা চালায়। দুইজনকে তুলে নেওয়া হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। বর্তমানে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন।”

এদিকে, ঘটনার পর রাত ১২টার দিকে শিক্ষার্থীরা কাজলা ফটকের সামনে জড়ো হয়ে ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এ সময় শিক্ষার্থীরা মহাসড়কের উপর আগুন জ্বালায়।

মতিহার থানার ওসি আব্দুল মালেক জানান, “খবর পেয়ে দ্রুত অভিযানে নামে পুলিশ। দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।”

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]