11/21/2025 চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০
রাজটাইমস ডেস্ক
২১ নভেম্বর ২০২৫ ১৩:৪৬
চাঁপাইনবাবগঞ্জে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাতে নাচোল, গোমস্তাপুর ও সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারদের মধ্যে চোর, মাদক কারবারি, ডাকাত, ছিনতাইকারী, মামলার পলাতক আসামি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতরা রয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ সুপার মো. রেজাউল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। আরও পড়ুন: প্রেমিকাকে ডেকে নিয়ে গণধর্ষণ, গ্রেফতার ৩
তিনি জানান, সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের বিশেষ অভিযান চলছে। বৃহস্পতিবার রাত ৮টা থেকে এ পর্যন্ত নাচোল, গোমস্তাপুর ও সদর থানায় অভিযান চালিয়ে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।