29230

11/22/2025 দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি

নিজস্ব প্রতিবেদক

২২ নভেম্বর ২০২৫ ১৬:২৯

সারা দেশের ক্যাম্পাসে বর্তমানে একটি সুষ্ঠু ও বৈষম্যহীন পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম অতি দ্রুত রাজশাহী কলেজসহ দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন।
আজ শনিবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় রাজশাহী কলেজ মাঠে কলেজের অনার্স ১ম বর্ষ (২০২৪–২৫) সেশনের শিক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিকের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে “ক্যারিয়ার গাইডলাইন নবীনবরণ” শীর্ষক একটি বর্ণিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে সাদিক কায়েম বলেন, “রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচন সহ সারা দেশের সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অতি দ্রুত দিয়ে দিতে হবে।”
 
​তিনি দৃঢ়তার সঙ্গে ঘোষণা করেন, রাজশাহী কলেজের ছাত্র সংসদ নির্বাচনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে কাজ করবেন। তিনি বলেন, “আমরা রাজশাহী কলেজের ছাত্র সংসদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ থেকে কাজ করব।”
​ছাত্র সংসদকে ক্যাম্পাসের সকল সমস্যার সমাধানের মূল চাবিকাঠি হিসেবে উল্লেখ করে ভিপি সাদিক কায়েম বলেন, “শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই এই ক্যাম্পাসকে নেতৃত্ব দিবেন। আপনাদের সমস্যা সংকট সবকিছু ছাত্রনেতাদের মাধ্যমে উঠে আসবে এবং এই সমস্যার সমাধান ছাত্র নেতৃত্বদের মাধ্যমেই হওয়া সম্ভব।”
 
​তিনি আরো বলেন, “আবাসন সমস্যা থেকে শুরু করে যাবতীয় ক্যাম্পাসের সকল সমস্যা দূরীকরণে ছাত্র সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ছাত্র সংসদই এই সমস্যাগুলোর সমাধান করতে পারবে।” তিনি রাজশাহী কলেজের গ্রীন অ্যান্ড ক্লিন ক্যাম্পাস হিসেবে পরিচিতি পাওয়ার বিষয়টিরও উল্লেখ করেন।
​জুলাই বিপ্লবে তরুণ সমাজের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, এই তরুণরাই জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে এবং বিপ্লব সফল করেছে। তিনি বলেন, “তরুণরা বলেছে বাংলাদেশে আর কখনোই ফ্যাসিবাদ তৈরি হবে না। তরুণরা দিল্লির আগ্রাসনের বিরুদ্ধে, তাদের আধিপত্যের বিরুদ্ধে একসাথে রাজপথে নেমেছে এবং রাজপথে থাকার অঙ্গীকার করেছে।” তিনি তরুণদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, বৈষম্য শেষ না হওয়া পর্যন্ত এবং নতুন বাংলাদেশ নির্মাণ না হওয়া পর্যন্ত আন্দোলন জারি রাখতে হবে।
 
​ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি দাবি করেন, শিবিরের চেয়ে বেশি নিরাপত্তা কোনো সংগঠন দিতে পারবে না এবং এই শিবিরের কাছে নারীরাই সবচেয়ে নিরাপদ। তিনি বলেন, “শিবির প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশে কেউ একটা উদাহরণ দিতে পারবে না যে শিবিরের কাছে নারীরা ধর্ষণ হয়েছে বা শীলতাহানীর শিকার হয়েছে।”
 
​ব্যক্তিগত জীবনে সফলতা প্রসঙ্গে তিনি ইসলামকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, পিতা-মাতার দোয়া সাফল্যের চাবিকাঠি এবং অহংকার পরিহার করে বিনয়ী হতে হবে। তিনি আরো বলেন, “অহংকার আসলে পতন অনিবার্য।”
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শিবিরের কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভুইয়া, রাকসু ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি, রাজশাহী মহানগর সভাপতি মোহাঃ শামীম উদ্দীন, শিবিরের কেন্দ্রীয় মানবাধিকার সম্পাদক ও সাবেক রাজশাহী মহানগর সভাপতি মোঃ সিফাত উল আলম এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান মাসুম। 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]