29237

11/23/2025 রাজশাহীর তানোরে রহমান হিমাগারে ডাকাতি

রাজশাহীর তানোরে রহমান হিমাগারে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৫ ১৫:১৮

রাজশাহীর তানোর উপজেলার কালীগঞ্জে রহমান স্পেশালাইজড কোল্ড স্টোরেজ হিমাগারে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়।

হিমাগার সূত্রে জানা গেছে, ৬ থেকে ৭ জনের একটি ডাকাতদল রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রাচীর টপকে হিমাগারে প্রবেশ করে। তারা সিসি ক্যামেরা নষ্ট করে দুজন নৈশপ্রহরীকে বেঁধে ফেলে। পরে তারা অফিসকক্ষের তালা ভাঙতে শুরু করে। সিকিউরিটি ইনচার্জ আনোয়ারুল ইসলাম বাধা দিতে গেলে তাকে ধারালো হাঁসুয়ার আঘাতে জখম করে। পরে ডাকাতেরা অফিস কক্ষের তালা ভেঙে ৪ লাখ টাকাসহ মূল্যবান জিনিসপত্র ডাকাতি করে নিয়ে যায়। পরে থানায় খবর দিলে রাতেই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে বলে জানা গেছে।  

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]