11/23/2025 রাজশাহীতে মাথায় কাফন বেঁধে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবি
নিজস্ব প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৫ ১৫:৩৩
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী এলাকায় চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপি নেতাকর্মীরা।
শনিবার বিকেল ৫টার দিকে মনোনয়নপ্রত্যাশী এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের সমর্থকরা মাথায় কাফনের কাপড় বেঁধে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করে। এ সময় মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে দ্বীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
সমাবেশ থেকে বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এলাকার ভোটারদের কাছে গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব নেতৃত্বকে মূল্যায়ন না করে আসনটিতে পরিবারতন্ত্র প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো হচ্ছে। যা কোনভাবেই মেনে নেবে না বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা। মনোনয়ন পুণ:বিবেচনা করা না হলে আসনটি হাতছাড়া হবে বিএনপির।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুর পর আসনটিতে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দীনকে প্রার্থী হিসেবে প্রাথমিক ভাবে ঘোষণা করে দলটি। এরপর থেকেই বিএনপির তৃণমূলে অসন্তোষ বিরাজ করছে। তারা প্রার্থী পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।