29243

11/23/2025 রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

রাজশাহীতে বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

২৩ নভেম্বর ২০২৫ ১৫:৩৭

'মামলা বিচার-নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ দূরীকরণে করণীয়' নির্ধারণের লক্ষ্যে  শনিবার (২২ নভেম্বর ) সকাল ১০ থেকে দুপুর  পর্যন্ত জেলা ও দায়রা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত কর্তৃক আয়োজিত 'বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন, ২০২৫' অনুষ্ঠিত হয়।
সম্মেলনটি দুটি অধিবেশনে বিভক্ত ছিল এবং এতে বিচার বিভাগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন। সম্মেলনে সভাপতিত্ব করেন রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এ,এইচ,এম, মাহমুদুর রহমান এবং সঞ্চালনায় ছিলেন বিজ্ঞ সিনিয়র সিভিল জজ আশরাফুন্নাহার রীটা। সকাল ১০  থেকে বেলা ১২ পর্যন্তচলা প্রথম অধিবেশনে রাজশাহীর বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল মালেক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ জনাব সাদিয়া সুলতানা, জনাব মাসুদুল হক, জনাব মো: শফিউল আলম, জনাব মো: মিজানুর রহমান সহ রাজশাহী জজশীপ ও ম্যাজিস্ট্রেসির অন্যান্য বিজ্ঞ বিচারক ও ম্যাজিস্ট্রেটবৃন্দ উপস্থিত ছিলেন। বেলা ১২ থেকে দুপুর ০২  পর্যন্ত চলা সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা ও দায়রা জজ আদালতের বিচারকবৃন্দসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের মধ্যে উল্লেখযোগ্য হলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) (যুগ্মসচিব) জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ) জনাব মো: শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জনাব উম্মে কুলসুম সম্পা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব এ.টি.এম. মাইনুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ-১ জনাব মোঃ রাশেদুল ইসলাম, বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরের প্রতিনিধি জনাব ইমতিয়ার মাসরুর আল আমীন, সিভিল সার্জন এর প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর প্রতিনিধি, সিনিয়র জেল সুপার, কোর্ট পুলিশ পরিদর্শক সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিবৃন্দ। সম্মেলনে দ্রুত বিচার নিষ্পত্তিতে বিদ্যমান সমস্যা এবং তা সমাধানের উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বিচার ব্যবস্থার গতিশীলতা বৃদ্ধি এবং জনগণের আইনি সেবা প্রাপ্তি সহজতর করার উপর গুরুত্বারোপ করেন।
উপস্থিত কর্মকর্তাবৃন্দ নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে বিচার বিভাগের কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন। এই সম্মেলন মামলা বিচার-নিষ্পত্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা সমূহ দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে। পরিশেষে বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব এ,এইচ,এম, মাহমুদুর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন, ২০২৫ সমাপ্তি ঘোষণা করেন।
 
 
 
প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]