29247

11/25/2025 রশিদ ছাড়া আয় নেই, ভাউচার ছাড়া ব্যয় নেই জামায়াতে: জুবায়ের

রশিদ ছাড়া আয় নেই, ভাউচার ছাড়া ব্যয় নেই জামায়াতে: জুবায়ের

রাজ টাইমস ডেস্ক

২৪ নভেম্বর ২০২৫ ২০:৩৫

আয়–ব্যয়ে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী—এ দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, “জামায়াতের রশিদ ছাড়া আয় নেই, ভাউচার ছাড়া ব্যয় নেই।”

সোমবার (২৪ নভেম্বর) রাজধানীর রমনায় ঢাকা ইন্সটিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিকস আয়োজিত ‌‘বাংলাদেশে রাজনৈতিক অর্থায়ন সংস্কৃতি এবং ব্যবসা সুরক্ষা: বাস্তবতা ও সমাধানের পথ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এ কথা বলেন জুবায়ের।

জামায়াত নেতার ভাষ্য অনুযায়ী, কর্মী ও সদস্যদের চাঁদাই দলের আয়ের সবচেয়ে বড় উৎস। এ ছাড়াও শুভাকাঙ্ক্ষী ও সুধী সমাবেশ থেকে ডোনেশন নেওয়া হয়।

তিনি বলেন, “প্রশ্নবিদ্ধ কোনো ব্যক্তির কাছ থেকে অনুদান নেওয়া হয় না।”

জুবায়ের দাবি করেন, দলের সব আয়–ব্যয় লিপিবদ্ধ থাকে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর নিয়ম মানা হয়।

নির্বাচনী প্রচারণার ব্যয় দলীয় ফান্ড থেকেই করা হচ্ছে বলে জানান তিনি। এজন্য সদস্যদের এক মাসের আয় সংগ্রহ করা হচ্ছে বলেও উল্লেখ করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]