29256

11/26/2025 সমাজে এখন কিছু অসুস্থ’ প্রতিযোগিতা আছে

সমাজে এখন কিছু অসুস্থ’ প্রতিযোগিতা আছে

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৫ ১৮:০৯

রাজশাহী জেলা প্রশাসক (ডিসি) আফিয়া আখতার বলেছেন, আমরা যারা সমাজে বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করি তারা একে অন্যকে দোষারোপ করতে থাকি, সে দুর্নীতিবাজ, কাজ ঠিকমতো করে না। কিন্তু আমি কী করি- তা মাথাতেই থাকে না। প্রাতিষ্ঠানিক সুশাসনের জন্য পরিবর্তনটা শুরু করতে হবে নিজের থেকেই। আমরা নিজে পরিবর্তিত হলে অন্যের পরিবর্তনের কথাটা জোরালোভাবে বলতে পারবো এবং অন্যকে সহযোগিতা করতে পারবো।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে তাঁর সম্মেলন কক্ষে টেকসই উন্নয়ন অভীষ্ট ও প্রাতিষ্ঠানিক সুশাসন বিষয়ে ‘মুক্ত আলোচনা’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। রাজশাহী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এ অনুষ্ঠান আয়োজন করে।

জেলা প্রশাসক বলেন, আমাদের সমাজে এখন কিছু অসুস্থ’ প্রতিযোগিতা আছে এবং সে অসুস্থ’ প্রতিযোগিতার কারণে সমাজের কাঙ্খিত পরিবর্তিত হচ্ছে না। আমাদের প্রত্যেকের জবাবদিহিতা থাকতে হবে। আমাদের প্রত্যেকটা সংস্থাই দুর্নীতি বিরোধী সংস্থা। দুর্নীতি বিরোধী যে সংস্থাগুলো আছে, আমরা তাদের হয়ে কাজ করলে ওই সংস্থাগুলো আরও শক্তিশালী হবে।

রাজশাহী সনাকের সভাপতি প্রফেসর ড. সিদ্ধার্থ শঙ্কর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করে টিআইবি’র কোঅর্ডিনেটর মো. আতিকুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী।

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]