29257

11/26/2025 রুয়েটে স্থাপিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার

রুয়েটে স্থাপিত হচ্ছে মোবাইল নেটওয়ার্ক টাওয়ার

নিজস্ব প্রতিবেদক

২৫ নভেম্বর ২০২৫ ১৮:১২

মোবাইল নেটওয়ার্ক সংকট নিরসনে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং মোবাইল অপারেটর গ্রামীণফোন লিমিটেডের মধ্যে গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এম এম আব্দুর রাজ্জাক।

রুয়েটের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার এবং পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের পরিচালক অধ্যাপক ড. এইচ এম রাসেল। অন্যদিকে গ্রামীণফোন লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচার ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. আব্দুর রায়হান, স্টেট ম্যানেজমেন্ট বিভাগের জেনারেল ম্যানেজার একেএম শামসুল আরেফিন এবং একই বিভাগের লিড স্পেশালিস্ট (লিগ্যাল সাপোর্ট) মোহাম্মদ ফাইজুর রাজ্জাক। অনুষ্ঠানে রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, বিভাগীয় প্রধান, শাখা প্রধানসহ উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

১০ বছরের মেয়াদী এই চুক্তির আওতায় গ্রামীণফোন দ্রুত সময়ের মধ্যে রুয়েট ক্যাম্পাসে আর্কিটেকচার ভবন, ইনস্টিটিউট ভবন এবং স্টাফ কোয়ার্টার ভবনে তিনটি নেটওয়ার্ক টাওয়ার (বেজ স্টেশন) স্থাপন করবে। ভবিষ্যতে চাহিদা বা প্রয়োজনের ভিত্তিতে পর্যায়ক্রমে টাওয়ারের সংখ্যা বাড়ানো হবে।

উল্লেখ্য, এতদিন রুয়েট ক্যাম্পাস এলাকায় কোনো মোবাইল নেটওয়ার্ক টাওয়ার না থাকায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন ধরে নেটওয়ার্ক সংকটে ভুগছিলেন। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর সমস্যা প্রাথমিকভাবে শনাক্ত করে এবং তা সমাধানে উদ্যোগ নেয়। সেই উদ্যোগের বাস্তব রূপই হলো সম্প্রসারিত এই নেটওয়ার্ক সুবিধা, যার ফলে এখন থেকে রুয়েট পরিবার নিরবিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্ক সেবা পাবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]