12/02/2025 আইরিশদের উড়িয়ে দাপুটে জয়ে সিরিজ বাংলাদেশের
রাজ টাইমস ডেস্ক
২ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫
টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ১৯.৫ ওভারে ১১৭ রানেই অলআউট হয় আইরিশরা। রিশাদ হোসেন-মুস্তাফিজুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের বিপক্ষে সহজ লক্ষ্য পায় স্বাগতিকরা।
জবাবে ব্যাট করতে নেমে দুই উইকেট হারালেও তানজিদ তামিমের আগ্রাসী ব্যাটিংয়ে ১৩.৪ ওভারেই ৩৮ বল হাতে রেখে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় লাল-সবুজের দল। এই জয়ে ২-১ ব্যবধানে সিরিজ নিশ্চিত করলেন লিটন দাসরা।
১১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ প্রথম উইকেট হারায় দলীয় ৩৮ রানে। তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা সাইফ হাসান মারমুখী মেজাজেই ছিলেন। তবে চতুর্থ ওভারে ক্রেগ ইয়াংয়ের বলে মার্ক অ্যাডেয়ারের মুঠোবন্দী হয়ে ফিরতে হয় তাকে। সাজঘরে ফেরার আগে তিনি ১৪ বলে করেন ১৯ রান।
এরপর ক্রিজে তামিমের সঙ্গী হন লিটন দাস। তবে অধিনায়ক ইনিংস বড় করতে পারেননি। ৬ বলে ৭ রান করে আউট হন তিনি। এরপর ব্যাট করতে নামেন পারভেজ ইমন।
অপরপ্রান্তের দুই সঙ্গীকে হারালেও মারমুখী মেজাজে ছিলেন তামিম। আইরিশদের বোলারদের বিপক্ষে আগ্রাসী ভঙ্গিতে খেলে স্কোরবোর্ডে দ্রুত রান তোলেন তিনি। তাঁকে যোগ্য সঙ্গ দিয়েছেন ইমন। দুজন মিলে তৃতীয় উইকেটে ৫০ বলে ৭৩ রানের অপরাজিত জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন।
দলকে জেতানোর পথে ৩৫ বলে নিজের অর্ধশতক পূরণ করেন তামিম। শেষ পর্যন্ত ৪ চার আর ৩ ছয়ে ৩৬ বলে ৫৫ রানের জুতী গড়ে অপরাজিত ছিলেন তিনি। অপরপ্রান্তে ২৬ বলে ৩ ছয় আর ১ চারে ৩৩ রান করে অপরাজিত ছিলেন ইমন।
এর আগে বল হাতেও দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ। রিশাদ-মুস্তাফিজদের তোপে ধ্বস নেমেছিল আইরিশ ব্যাটিং লাইনআপে। ৯৩ রানে ৬ উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত অল আউট হয় ১১৭ রানে। বাংলাদেশের বোলিং ইনিংসেও আজ দুর্দান্ত ছিলেন তামিম। ৫ ক্যাচ নিয়ে রেকর্ডও গড়েছেন তিনি।