29300

12/02/2025 নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ অন্যতম চ্যালেঞ্জ: মাইকেল মিলার

নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ অন্যতম চ্যালেঞ্জ: মাইকেল মিলার

রাজটাইমস ডেস্ক

২ ডিসেম্বর ২০২৫ ২০:১৬

বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় নির্বাচনকে এক নতুন সুযোগ বলে মনে করছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। তবে এই নির্বাচনে ভোটারদের অংশগ্রহণকে অন্যতম চ্যালেঞ্জ বলে মনে করছেন তিনি।

মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও জানান, জাতীয় নির্বাচন ও গণভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় লজিস্টিক সাপোর্ট দেবে ইইউ। মাইকেল মিলার বলেন, ইসির প্রস্তুতি ভালো। ইইউ এবার নির্বাচন পর্যবেক্ষক হিসেবে অনেককেই নিয়োগ দিচ্ছে। তবে নির্বাচনে নিরাপত্তা নিয়ে চ্যালেঞ্জ রয়েছে। ইইউ রাষ্ট্রদূত বলেন, কিভাবে এসব ঝুঁকি প্রশমিত করে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন বাস্তবায়িত করা যায় সেটি ভাবতে হবে ইসিকে। মাইকেল মিলার আরও বলেন বাংলাদেশে একটি বড় সংখ্যক ভোটার বিগত সময়ে সহিংসতা ও সুষ্ঠু নির্বাচন না হওয়ার আশঙ্কায় ভোট দেননি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]