29302

12/02/2025 ৫২৭ থানার ওসি পদে লটারির মাধ্যমে রদবদল

৫২৭ থানার ওসি পদে লটারির মাধ্যমে রদবদল

রাজটাইমস ডেস্ক

২ ডিসেম্বর ২০২৫ ২০:২১

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণার আগেই সারাদেশে পুলিশের ৫২৭টি থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পদায়ন করা হয়েছে।

লটারিতে নির্বাচিত ৫২৭ জন কর্মকর্তার তালিকায় ‘প্রস্তাবিত’ উল্লেখ করা হয়েছে। তবে মেট্রোপলিটন এলাকার কোনো থানায় লটারি প্রক্রিয়া প্রযোজ্য হয়নি।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এর আগেই বলেছিলেন, পুলিশ সুপার এবং ওসি বদলি নির্বাচনের আগেই লটারির মাধ্যমে নির্ধারণ করা হবে।

এর আগে ২৫ নভেম্বর সব জেলার পুলিশ সুপার লটারির মাধ্যমে বদলি করা হয়।

পদায়নের মধ্যে, ঢাকা রেঞ্জে ১৩ জেলায় ৯৮ থানার ওসিকে, চট্টগ্রাম রেঞ্জে ১১ জেলায় ১১১ থানার ওসিকে, খুলনা রেঞ্জে ১০টি জেলায় ৬৪ থানার ওসিকে, ময়মনসিংহ রেঞ্জের ৪ থানায় ৩৬ ওসিকে, বরিশাল রেঞ্জের ছয় জেলায় ৪৬ ওসিকে পদায়ন করা হয়েছে।

এছাড়া সিলেট রেঞ্জের চার জেলায় ৩৯ থানার ওসিকে, রাজশাহী রেঞ্জে আট জেলায় ৭১ থানার ওসিকে এবং রংপুর রেঞ্জের আট জেলার ৬২ থানার ওসিকে পদায়ন করা হয়েছে।

পুলিশ সদর দফতর জানিয়েছে, সারা দেশে মোট থানার সংখ্যা ৬৩৯টি। এর মধ্যে জেলা পর্যায়ে ৫২৭টি এবং মেট্রোপলিটন এলাকায় ১১০টি থানা রয়েছে।

মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে লটারি নয়, বরং সংশ্লিষ্ট কমিশনাররা অভ্যন্তরীণভাবে ওসি পদায়নের দায়িত্ব পালন করবেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]