12/02/2025 বাগমারায় সাবেক সেনা সদস্যের উপর হামলা, স্বেচ্ছাসেবকদল নেতাসহ ৭ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক:
২ ডিসেম্বর ২০২৫ ২১:৩০
রাজশাহীর বাগমারা উপজেলার বাগমারা গ্রামের সাবেক সেনাবাহীনির ল্যান্স কর্পোরাল মো: আফজাল হোসেনের উপর হামলার ঘটনায় আদালতে মামলা হয়েছে। মামলায় বাগমারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক রুহুল আমিন সনিসহ ৭ জনকে আসামী করা হয়েছে।
মামলার বিবরণে বলা হয় বাদীর খড়ের ব্যবসায়ী, আসামীগণ স্থানীয় সন্ত্রাসী, মাস্তান প্রকৃতির ব্যাক্তি ৫ আগস্টের পর থেকে স্থানীয় বিএনপির নেতা ডিএম জিয়ার পরিচয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম করছে। বিভিন্ন স্থানে চাঁদাবাজি করছে। আসামীগণ বিভিন্ন সময়ে বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে আসিয়া চাঁদাদাবি করতো। মামলার অন্যান্য আসামীরা হলেন, আসাদুল ইসলাম,লাল মোহাম্মদ লাল্টু,রানা আহমেদ, সাব্বির আহমেদ,সেলিম হোসেন,মেহেদি হোসেন রকি। বাদী আফজাল হোসেন ও বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। তিনি রাজশাহী জেলা যুবদলের সদস্য রেজাউল করিম টুটুলের অনুসারী।
মামলায় উল্লেখ করা হয় গত বুধবার (২৬ নভেম্বর) আসামীরা দুপুরের দিকে বাদীর খড়ের আড়ৎ এ এসে দেশীয় অস্ত্র নিয়ে বিবাদীকে ঘিরে ধওে বলতে থাকে এখানে ব্যবসা করতে হলে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা বাদীদের উপরে ছুরি চাকু নিয়ে হামলা চালায়। এতে বাদী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়।
মামলার বিষরে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনা আমি শুনেছি এটা তাদের পারিবারিক বিরোধ, আপোস মিমাংসার কথা চলছিল তারা আবার আদালতে মামলা করছে শুনলাম আমাদের কাছে মামলার কপি আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আসামীরা ডিএম জিয়াউর রহমান অনুসারী বলে মামলায় উল্লেখ থাকার বিষয়ে তার মোবাইলে বারবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।