29309

12/03/2025 খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আরইউজের দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আরইউজের দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর ২০২৫ ১৮:২৬

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল করেছে রাজশাহী সংবাদিক ইউনিয়ন।

বুধবার বিকেলে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে রাজশাহী চেম্বার অব কমার্স ভবনের মসজিদে এই দোয়ার আয়োজন করা হয়।
রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএফইউজের সহকারী মহাসচিব ড. সাদিকুল ইসলাম স্বপনের সঞ্চালনায় ইউনিয়নের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন আরইউজের যুগ্ম-সম্পাদক ও বাসসের প্রতিনিধি ওমর ফারুক, সিনিয়র সদস্য ও দিনকালের রাজশাহী ব্যুরো আব্দুস সবুর, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের রাজশাহী ব্যুরো, আহসান হাবিব অপু, নিউ নেশনের নিজস্ব প্রতিবেদক ও রাজশাহী প্রেসক্লাবের সেক্রেটারি মহিব্বুল আরেফিন, মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্তসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ। এসময় দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের ইমাম মাওলানা আতিকুর রহমান।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]