29323

12/05/2025 স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে ৪শ’৪৪ বস্তা সার জব্দ

স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়ি থেকে ৪শ’৪৪ বস্তা সার জব্দ

নিজস্ব প্রতিবেদক

৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৭

রাজশাহীর বাগমারা উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতা ওয়ারেস আলীর (৩৫) বাড়ি থেকে অবৈধ মজুত রাখা ৪৪৪ বস্তা সার জব্দ করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাতে উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার দানগাছি গ্রামে কৃষি দপ্তর ও বাগমারা থানার পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। 

ওয়ারেস আলী (৩৫) ভবানীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি। তিনি ভবানীগঞ্জের গরুহাটায় খুচরা সার বিক্রি করেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘‘ওয়ারেস আলীর খুচরা বিক্রেতা হিসেবে নিবন্ধন আছে।

ডিলারদের কাছ থেকে সার কিনে দোকানে রেখে খুচরা বিক্রি করতে পারবেন। তবে বাড়িতে মজুত করা রহস্যজনক। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।’’ তিনি বলেন, ‘‘সমন্বিত সার নীতিমালা ও সার ব্যবস্থাপনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার পয়েন্টের বাইরে সার মজুত বা রাখা যাবে না। তিনি নিজ বাড়িতে রেখেছেন, যা অবৈধ।’’

 

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]