29324

12/05/2025 রাজশাহীতে Arif Mart App Launching Event 2025 অনুষ্ঠিত

রাজশাহীতে Arif Mart App Launching Event 2025 অনুষ্ঠিত

পবা প্রতিনিধি:

৫ ডিসেম্বর ২০২৫ ২১:৪৮

শুক্রবার বেলা ১১ টায় নগরীর সাগরপাড়ায় একটি অভিজাত রেস্টুরেন্টে এই লঞ্চিং ইভেন্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মোঃ একরাম হোসাইন (প্রেসিডেন্ট- ইলেক্ট রোটারি- পদ্মা রাজশাহী), মাহবুবা ফেরদৌস দিনা (এক্সিকিউটিভ- ক্যারিয়ার সেন্টার- বরেন্দ্র ইউনিভার্সিটি), কামরুজ্জামান শাওন (সাপোর্ট ইন্সস্ট্রাকটার- ইন্টারেক্টিভ ক্যারেস), নুর মারজুক খান (ডেপুটি ম্যানেজার- ব্র্যান্ড এন্ড স্ট্রাটেজি- ইন্টারেক্টিভ ক্যারেস)।

Arif Mart App এর মাধ্যমে ব্যবহার কারীরা- অনলাইন শপিংয়ের সহজ ও দ্রুত সুবিধা, মোবাইল রিচার্জের মাধ্যমে তাৎক্ষণিক আয়ের সুযোগ, এফিলিয়েট সিস্টেমে লিংক শেয়ার করে আয়, নিরাপদ ও আধুনিক ডিজিটাল আর্নিং ইকোসিস্টেম সহ নানা রকম সুবিধা নিতে পারবেন। এই অ্যাপটির মাধ্যমে দেশের তরুণদের জন্য স্বল্প পুঁজিতে ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি হবে।এছাড়াও এটি এফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আয় করার সুযোগ তৈরি করেছে।

অ্যাপটির Founder & CEO Arif বলেন- “আমার লক্ষ্য ছিল একটি এমন অ্যাপ তৈরি করা, যেখানে সাধারণ ব্যবহারকারীরাও খুব সহজে নিজেদের দক্ষতা ছাড়াই আয় করতে পারবেন। শপিং, রিচার্জ ও অ্যাফিলিয়েট—তিনটি সুবিধা একত্রে এনে আমরা একটি পূর্ণাঙ্গ ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছি।”

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ Arif Mart App-এর কার্যক্রম ও উদ্দেশ্যের প্রশংসা করেন এবং এটি তরুণ উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার একটি উজ্জ্বল উদাহরণ বলে মন্তব্য করেন।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]