29327

12/06/2025 রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

রাজশাহীতে সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

৬ ডিসেম্বর ২০২৫ ১৭:১৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলমকে রাজশাহী অঞ্চলে অবাঞ্ছিত ঘোষণা করেছেন সংগঠনের সাবেক নেতাকর্মীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী জেলা কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক ও এনসিপি জেলা সমন্বয় কমিটির সাবেক সদস্য মোতালেব হোসেন শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে তার ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন।

ফেসবুক স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, এনসিপির জেলা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলামকে বহিষ্কার না করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ২৯ নভেম্বর সাইফুল ইসলামকে আহ্বায়ক করে জেলা কমিটি ঘোষণা করা হয়। এর আগে তিনি জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তবে তাকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে সংগঠনের একটি পক্ষ প্রকাশ্যে বিরোধিতা করছে।

স্ট্যাটাসে মোতালেব হোসেন অভিযোগ করেন, রাজশাহী বিভাগীয় সংগঠক ইমরান ইমনই সাইফুল ইসলামকে এনসিপিতে যুক্ত করেছেন এবং পদ দিয়েছেন। তিনি আরও দাবি করেন, ইমরান ইমনের সঙ্গে সারজিস আলমের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং বিষয়টি সারজিস আলমকে বহুবার জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি।

প্রকাশক ও সম্পাদক : মহিব্বুল আরেফিন
যোগাযোগ: ২৬৮, পূবালী মার্কেট, শিরোইল, ঘোড়ামারা, রাজশাহী-৬০০০
মোবাইল: ০৯৬৩৮ ১৭ ৩৩ ৮১; ০১৭২৮ ২২ ৩৩ ২৮
ইমেইল: [email protected]; [email protected]